বিরতিপর্বে ডুয়ার্স...
(১)
নিস্বর্গের কাছে মাথা রাখি
ধূসর মাঠের কোনও রাত জাগা গান
অন্ধকারে ফসল তুলছে
ধ্যানস্থ ঈশ্বর, যেন জীবাশ্ম
তুলো মেঘে পা ডুবিয়ে আতর বিলোন মিহিমিহি
হাঁ-মুখো শবের মতো কিছু জীব
সে গন্ধে হাঁটে পথ
ভিড় ঠেলে সবেমাত্র উঠে এলো চাগ্রাম ধরণীপুর
যত্ন করে খিদে আঁকতে গিয়ে
মানুষ সেখানে ঈশ্বর হয়ে যায় প্রতিদিন...
(২)
সিংচুলার ভাড়ার থেকে চুরি গেছে রোদ্দুর
এ'মাটিতে সূর্যমুখী জন্মায়নি বহুদিন
সন্ধের দেউল নক্ষত্রহীন... একা
ভুখা মিছিল পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে
তোর্সার উপবাসী কিনার ধরে
আর ভার্ণোবাড়ির আকাশ ছেয়ে শরৎ নামছে কাশের ডগায়
দূর্গাপরব- মারাংগুরু-বনদেবতা স্লিপিং পিলে দেবত্ব ছুঁড়ে দেয়
এখানে প্রতিদিন বিজয়ার ঢাক বাজে পিণ্ডদানের পর...
(৩)
স্যাঁতাপড়া চা-গালিচায় থমকে গেল
হিরণ্য রোদ্দুর পেরনো রায়মাটাং
সবুজ পাতায় পাতায় এখন বেপরোয়া আগুন ঢেউ
বক্সারের বুকের ওপর উঠে এসেছে দীর্ঘ শমননামা
তার পাশেই অপার প্রতিশ্রুতি, অনন্ত স্পটলাইট
যেখানে সাম্য সেখানে জুড়ে যাচ্ছি
শুকুরমণি- মইনি ওরাও আমি এবং ঈশ্বর...
(৪)
গর্ভ ফুঁড়ে আদিম ছোবল সাবালক হতে শেখে
আর বিষময় কাঁটা বেঁধে তণ্বী দেহে
কমনীয় ভেনাসের মেয়েবেলা মুছে যেতেই
আয়ুরেখা বরাবর একটা আগুনস্রোত
রূপকথায় ক্লান্ত শহর; সমাধির মতো নির্বাক আজ
সমস্ত পাপগুলোকে মণ্ড করে ভাসিয়ে দিচ্ছে আংরাভাসায়...
(৫)
ঠোঁটের ওপর সোহাগ মেখে প্রহর গোনে রাত
অ্যালকোহলিক গলির বাঁকে সবাই তখন রাধার মতো
লুটেরা মৌপিয়ে বাসর সাজায়; নথ ভাঙে
ও শাম, তোর বাঁশুরিয়া বড় বেশি বিষময়
সারং পেরিয়ে ভৈরবীতে ঘুমিয়ে পড়লো বসন্ত শেষে
তিস্তার জলে শরীর পেতে এরপরই একটা পুণ্যস্থান
অসংখ্য প্রজাপতির মায়াময় পালক ঝলসে গেল
শ্রমিকটোলার তাসঘরে...
(৬)
একটা মোমবাতি লিখছে অরণ্য শহরকে চিঠি
প্রতিটা পৃষ্ঠার চমক ভাঙা শব্দেরা বোধি
মিছিলের বিপরীতে আরও এক মিছিল
মুখোশ জড়িয়ে হেঁটে গেল
ঢেকলাপাড়া বনবস্তির শহীদমিনারে
বুদ্ধিজীবীর সামগানে ওখানে আজ উনুন জ্বলবে
হাঁড়ি ভরা ধান: ফুটন্ত খিদের গন্ধ দিয়ে
রামধনু রঙে ঢেকে দেবে যুবতী শরীর
রাত পেরোতেই গণতন্ত্র বদলে গেল
দু'হাতে পাঁজরগুঁড়ো ছাই গুছিয়ে নিয়ে
শ্রমিক বেদীতে ঝুলে আছে একশোরকমের মৃত্যু...
(৭)
ছায়ার মুখোমুখি এসে দাঁড়াই
অজানিতে রহস্য খসে পড়ে
পারানির দাম ছাড়াই যে মাঝি পৌঁছে দেবে তিস্তা প্রদেশ
তার ভাটিয়ালে পরজন্ম বাঁধা
দূরত্ব পেরোলেই বাঁশি ঘর আর স্পর্শহীন দিন
নদীমাতৃক ঢেউ তবু জেগে উঠছে
ত্বকে, উপবাসে...