17 Dec, 2016 * Editor: Dipankar Dutta * Email: deepankar_dutta@yahoo.co.in * Mobile: 9891628652 * Delhi

Dipankar Dutta is no more. We pray that may his soul rest in peace.

সুপ্রিয় চন্দ



পরিধি

ইতিহাসের ভাষায় বলা হলে
আমাদের সভ্যতা নদীতান্ত্রিক
সময়, আটকে থাকা, অথবা
সময়ের মতো তুমি
সবটাই জোয়ারভাঁটার তনহা তনহা
বিলাপে অর্ধস্ফুট

প্রত্যেকটা ভাষার যেমনি একটা ইতিহাস থাকে। একইরকমভাবে --
প্রত্যেকটা ইতিহাসেই তুমি থেকে যাও
কোন না কোন ভাষা হয়ে।

বর্ণমালার কৌণিক সংস্থান অথবা
পদপ্রত্যয়ের গাঢ়
শিকরপন্থীর খোঁজ
আজ থাক বরং।

তার চেয়ে তোমার গুণমুগ্ধ
'বাহ্', 'বাহ্' ধারক ও বাহকদের
পালকিটাকে হাল্কা হতে দাও।
শহরের চাঁদের আলোয়; মন যেন
কেমন হয়ে ওঠে, আর আমি
এপিগ্রাফি শিখে ফেলতে চাই
হেটেঁ হেঁটে

ইতিহাসের ভাষায়
হয়তো একেও নদীতান্ত্রিক বলে
তবে তোমার ভাষায় এর কোনও
প্রতিশব্দ নেই