প্রিন্স অব পার্সিয়া
১
জানালায় কোন দৃশ্য নেই,
দৃশ্যত পার করে যাবার
অক্ষমতা
অতিক্রম করে রাণীকে বাঁচিয়ে আনার
অকপট আকাঙ্ক্ষা
অন্দরমহল থেকে চুম্বনের উড়ন্ত হাতছানি
উপর-নীচ
পাশাপাশি
আঙুলে মস্তিষ্কে ঘমাসান জারি
রাণী - বুকের মাংসল ছোঁয়া
ওষ্ঠযুগল
যেখানে জিভ রাখতে চেয়ে
জীবন পণ মরণ পণ
তলোয়ারের উজ্বল ধার থেকে
ছিনিয়ে আনতে হয়
চুমু
২
বারবার প্রতিবার
দালান থেকে ইট খসে পড়ে
বন্ধ হয়ে যায় দরজা
বুলন্দ
আরো এক লেভেল
চরিত্রকে ছিড়ে ফেলে ফাঁদ
হিম হয়ে আসা রক্ত
নীল হয়ে যাওয়া আকাশ
অধরা দৃশ্যের আবছায়ায় ধরে ধরা রাখা আকাংখা
প্রত্যেকটি ধাপ থেকে প্রত্যেকটি লাফ
ওষ্ঠে
আর্দ্রতায়
প্রিন্ট হয়ে আসে
পারস্য রাণীর ঈষৎ দৃশ্য হয়ে ওঠা
দর দালানের ভুলভুলাইয়াতে
চুম্বনে
কন্ট্রোলে
স্পেসে
এক একটি কৈশোর আজ
এক একটা রাজকুমার ...