অ্যারোমা থেরাপি
১.
সেলাই করি বেদানা। আর সুড়ঙ্গের জিভ ক্রমশ লম্বা হয়
বৃষ্টিগুলো দৈহিক, টেবিলে গরম স্যুপ গড়িয়ে দেয়
পুরোনো সিনেমার গায়ে চাপিয়ে দেয় রেইনকোট
এভাবে একটা ফ্রেমের ভেতর খুলে যায় মুখড়া
আর অভিনয় গলে গিয়ে তৈরি হয় একটা বরফকল
২.
কথা ভারী লাগে। নামিয়ে রাখি
তোমার না-থাকা ত্রিমাত্রিক, হাড় কেটে খাঁচা বানায়
পোষ্যটি ক্যানভাস, কেবলই দৃশ্য চায়, কেবলই পোর্ট্রেট
দু-তিনটে বিরতি নিয়ে বেড়ে উঠছে রেড জোন
রঙ যতটা সস্তা ততটাই লম্বা হচ্ছে শীৎকার
৩.
হত্যার প্রথম দৃশ্যে কোনো গান নেই, নেই স্লোগান
ধারালো অক্টেভ উড়ছে ছায়াছবির দেশে
গুঞ্জরণ, এমন মিহিন মশকরা কে যেন পেতে রেখেছে
হাততালির নীচে, আর আবহ সংগীত ফেনাময়
কত সহজেই গড়িয়ে পড়ছে কষ বেয়ে
৪.
ধন্যবাদ ফিরে যাচ্ছে। তার গায়ে মৃদু সিগন্যাল
ক্ষমা উলটে যে লাল, যে চৌমাথা সে ও কি প্লেটোনিক
একটা চলাও সংঘর্ষ দেখছে না, দেখছে না ক্র্যাশ
গড়ানো রক্তের পরে ব্র্যাকেট দিচ্ছে ট্রাফিক
ধন্যবাদ ক্রমাগত হারিয়ে ফেলছে মাইলস্টোন