17 Dec, 2016 * Editor: Dipankar Dutta * Email: deepankar_dutta@yahoo.co.in * Mobile: 9891628652 * Delhi

Dipankar Dutta is no more. We pray that may his soul rest in peace.

প্রশান্ত গুহমজুমদার



ডানা 

এই যে বলা, ইহার পূর্বে ধারণ ছিল। অন্তত তিনটি জানালা এবং বহিরঙ্গের ভ্রমণ। রাত্রি যোগ করিয়াছি কেবল মাত্র সুভগের ছলে। মাত্রিসদনের আয়তন বড় দীর্ঘ এবং সংকুচিত। প্রথমে বেড়াগুলি ভাঙিলাম। দ্বিতীয়ত, হত্যা। অতঃপর এই প্রাপ্তি। কোটরে কালো ডাকিতেছিল। তাহার দুইটি চিত্রিত। কাহার? অক্টোবর। অসম্পূর্ণ, তথাপি নাম দিলাম ডানা।


প্রতিক্রিয়া 

ইতি-র কথায় প্রদীপ। এবং এন এইচ ৩৪। এবং চাঁদের ইয়ার্কি। প্রতীক্ষা অবয়বহীন। এক মাত্রার রাত্রি। আমরা আর প্রবেশ করি না।  আয়োজন যেহেতু কিছু অসরল। পাতা ভাঙি, পথ। অথচ আমাদের ভ্রমণ শেষ অবধি চৌমাথায় এবং ফিরিয়া আসে। এই আমাদের প্রতিক্রিয়া। 


কাদম্বরী 

ট্রেনের শব্দ। স্থির। বাতাস। রাত্রি। জল নিম্নাভিমুখী। ছোট ছোট। এমন সঙ্গে আমি আঁকিলাম। কাদম্বরী।