গ্রেগরি ও নিম্নাংশ
১/
বিষয়টি থেকে বেরিয়ে আসার পর আবার
মিসেসের গ্রেগরি হয়ে ওঠার গল্প
আবার সেই মাছের নামে রক্ত পোষা
নদী বেয়ে বেয়ে পাহাড়ু পিপলাই সাহেব
বিষয়ী থেকেও বিষয়ান্তর
আজকাল নিজের স্তবকগুলো
খাদ ও বাঁধ
গল্পের মতো মনে হয়
২/
পায়ের গভীরগুলো খসে খসে
সেই অনাহুত রক্তজবার কাছেই
গদ্যটি নির্ভেজাল দুলে ওঠে ঝর্ঝর
রক্তের নামে মাছকে পুনর্বার দোষারোপ
মুখভরতি বুকভরতি কল্কাছাপের আবাহন
তাকে শুধু বাকল নামের কাজলপ্রলেপ
এমন একটি আলাপ
গ্রেগরি করে তোলে
৩/
কয়েকপা কুয়াশা পেরিয়ে ছড়িয়ে দিলাম
কয়েকটুকরো গ্রেগরি
ও তার মিসেস হয়ে ওঠা গোলাপের ভাণ !