মেগলেভ বাঙারে হাজার বুদ্ধের জিনান
২৬.৭.২০১৬
এপিসোড— ড্রাগন বন্দর
সিগ্যাল ডাকছিল। বেড়ালের মিঁয়াও। ছাই রং জ্যাকেট খুলে জলে চান করতে করতে হাঁটুতক্ লেস লেস উড়কি। ভুবকি। কিচেন ম্যাটে পা মুছতে মুছতে পানের খিলি মুখে। —বাই। সি ইউ।
এভাবেই ঘর গেরস্তালি। কিচেনে ম্যাট লেসেও বদলে যেতে পারে। প্রচ্ছন্ন আকাশে আধখানা মেঘ। আকাশপট এমন— কখনো অষ্ট্রিয়ার রণাঙ্গন— পদাতিক— বন্দুক; মুহুর্তেই জে.এফ.কের গ্রাফিত্তি। থিয়োডর আদরনো থেকে জ্যাঁ পল সাঁত্র—। মেটালিক হাসির নমুনা ছড়াতে ছড়াতে বিমানরা নেমে এলে আকাশ শব্দহীন। রবার্ট ভেলটূরির স্থাপত্য শিলায় আরশিপাড়ের পড়শিনগর। টানা সাত ঘণ্টার উড়ান শেষে পা মাজা জ্যাবর জ্যাবর ! রেড ওয়াইন চলে না। আপেল জুস। চায়না বোন! কাটগ্লাস। ককটেল। আপডেট হাসি। গ্লাসের গায়ে সময় ছাপ। স্যান্ডি বালিয়াড়ির উপল খন্ডে ক্যামেরার লেন্স সমুদ্রমুখী। বালাম নৌকোরা তাম্রলিপ্ত বন্দর থেকে ছুটছে— প্রশান্ত মহাসাগরে হেঁটে চলেছে মৎস্যগন্ধা নারী —"সি মাম্মা সি (she) ইজ স্টিল সিটিং অন্ দ্য রক্। মেন্ডারিন ভাষায় ছোট্ট গোলাপী পুতুল। সমুদ্র তীরে সাঁতার পোষাক। নিজের দিকে তাকাই— শাড়ি জামা ক্যামেরা— অধিছায়ারা সরে গেছে— উলঙ্গ দুপুর দুয়ো দেয়—
ঘোড়াগুলো ছুটছে। উত্তেজিত জনতার চিৎকার। লাল কালো। এক লাফে পেরিয়ে গেল হিমালয়।
আকাশপথে দুর্দান্ত বাঁশি
মেগলেভ গাড়ি
ভ্যাকুয়াম চিন্তার তির্যক মগজ
পাতায় ঢেকেছো মুখ
চিত্রলেখায় বুক
টুরিস্ট বিকেল
স্টেশন থেকে স্টেশন এমনি
ড্রাগন মুখ
পার্কের রেলিং এ মোম ছাপ
কনফুসিয়াসের হাত ফসকে ঝরে পড়া মালা
মাটির দোকান, পার্ল ভিলেজ, কোরাল রিফ
গ্লাস নুডলস্
লাজলি ঠোঁটে পুড়ছে সিগার
হ্যংগারে ঝুলছে টিকটিকিরা
চাঁদ হামি দেয় মাল্টিপ্লেক্সের গুমঘরে—
২৮.৭.২০১৬
এপিসোড— চানঘরে ক্যাপসুল কাঁচের কাফেলা
কালো গগলস্ পরা হেডলাইনসগুলি রাস্তার কর্নারে। ফারদিনাঁ দ্য সস্যুর হরফ থেকে উঠে আসছিল ক্রমশ রোদ, মাকড়সা জালি ব্লাউজ তছনছ করে— স্যান্ডি টক্সভিগের ক্যানারিগুলো হাওয়া হাওয়া— কাঁচ কাঁচ নকশা। সুগন্ধি আতর, ঠান্ডা গরম ধারাস্নান ঝাঁঝরি— টগবগানো আইসক্রিম ফেনা। গলাতক্ ডুবে আছে গোলাপ পাঁপড়ি জলে। ক্যাপসুলগুলি আরো ক'জন সওয়ারি উগরে দিয়ে নীচে নেমে গেলে কার্পেট-করিডর নিঃস্বর! নি-স্বর।
অলিভ অন্ধকারে মোজার্টের সিম্ফনি
গলিপথ জুড়ে বেসাতি
লাফিং বুদ্ধা, ফেংশুই
এক ইয়ান=দশ রূপাইয়া
নো কার্ড, ক্যাশ প্লিজ-
শাংডনের মিনারে দুটি লাল পাখি
খোলা ভেঙে চিনেবাদাম চিবোয়-
কাঁচের মোজায়েকে
সিদ্ধার্থের কাফেলা
ঠান্ডা-গরম বাথটব
হট-কোল্ড আইসক্রিম
ওরা আইসক্রিম খায়নি কোনদিন
শুকনা পাতারা উড়ে যায়
কনকনে ঠান্ডা বাতাস
আম্রপালির চোখের কাজলে
সিদ্ধার্থের চোখ
মৃত শাবকের শরীর চাটে সারমেয় মা
এক মুঠো সর্ষে এনে দাও
মৃত্যুহীন দেশ থেকে
বোধিসত্ত্বের থির চোখ
সারমেয়-মার চোখে
শ্রীমতী শবদেহে কৃমি কীট সঙ্গমরত
মৃগনাভি কুরে খায় বল্মীক
কড়ি সাদা স্তনে মুখ রাখে লাল পিঁপড়ে
ঘুঙুর পরা এক গলিত মাংসের ডেলা
দুধ-ফেনা জল নিংড়ে পায়ে পায়ে
ডোর বেল
ক্যাপসুল মাটিতে পা ফেলে। বন্ধ দেয়াল উধাও। আলোকিত বেঙ্কোয়েট। কোকনদ বাগানে ছুপা ছুপি খেলে দুটি বর্ণময় প্রজাপতি
৩০.৭.২০১৬
এপিসোড— মহাস্থবির যতিচিহ্ন
বোধিদ্রুম থেকে সরে যায় ছায়ারা। রাজপুত্রের চীবর জুড়ে ঋতু-খেলা। শ্রান্ত বুদ্ধা কপালের ঘাম মোছেন গেরুয়া রুমালে। কাঁচগুঁড়ো হাসিতে যশোধরা।
"আর্যপুত্ত— সন্ন্যাসী আপনি? শ্রমণের কাফেলা থেকে কনভয়— জরা, ব্যাধি, মৃত্যুজয়ী ভদন্তের যোষিতাকে এত ভয়? ঘন চুল কেটে ভিক্ষুণী যশোধরা- রূপহীন কুশ্রী চীবর— এতোভয়?"
আত্ম-জিজ্ঞাসা আর্যপুত্ত—
লং-মার্চে পাহাড়ের চড়াই ভাঙচুর।
গানজাও পাহাড়ে চৈনিক বাতাসে খেলা করে গৈরিক চাদর।
বন্দুকের নল যদি শক্তির উৎস
তিতিক্ষা, মেডিটেশন, ক্ষমা- উৎস প্রেম।
প্রবজ্যার অহংকার যদি পুরুষ
ছায়া শরীর কোমলগান্ধার প্রকৃতি
সারিপুত্তের প্রদীপ স্তুপে প্রেমিক সিদ্ধার্থ
আকাশের উঠোন থেকে নদী আর পাহাড়ের মধুময় সঙ্গম
হা-হা নীলে দেশ পরদেশ গোলমেলে
লু-সুনের অক্ষর গল্প শোনায় ইথার তরঙ্গে
বনস্পতির মধুলেখায় আবহসঙ্গীত
পূর্ণ থেকে পূর্ণ বিযুক্ত হলে পূর্ণই
অবশিষ্ট।
থিরথির লাল আকাশ ক্র—ম—শ ঘন বেগুনি। আকাশ অনন্তে গাঢ় তমিস্রায় পাথার ভাঙে পথিক পাখি
উজল গ্রীবায় পিছলে যায় সম্পর্কের খিলান
সন্ধ্যার শেষ গন্ধ
ঘোড়াগুলো ছুটছে। উত্তেজিত জনতার চিৎকার। লাল কালো। এক লাফে পেরিয়ে গেল হিমালয়।
আকাশপথে দুর্দান্ত বাঁশি
মেগলেভ গাড়ি
ভ্যাকুয়াম চিন্তার তির্যক মগজ
পাতায় ঢেকেছো মুখ
চিত্রলেখায় বুক
টুরিস্ট বিকেল
স্টেশন থেকে স্টেশন এমনি
ড্রাগন মুখ
পার্কের রেলিং এ মোম ছাপ
কনফুসিয়াসের হাত ফসকে ঝরে পড়া মালা
মাটির দোকান, পার্ল ভিলেজ, কোরাল রিফ
গ্লাস নুডলস্
লাজলি ঠোঁটে পুড়ছে সিগার
হ্যংগারে ঝুলছে টিকটিকিরা
চাঁদ হামি দেয় মাল্টিপ্লেক্সের গুমঘরে—
২৮.৭.২০১৬
এপিসোড— চানঘরে ক্যাপসুল কাঁচের কাফেলা
কালো গগলস্ পরা হেডলাইনসগুলি রাস্তার কর্নারে। ফারদিনাঁ দ্য সস্যুর হরফ থেকে উঠে আসছিল ক্রমশ রোদ, মাকড়সা জালি ব্লাউজ তছনছ করে— স্যান্ডি টক্সভিগের ক্যানারিগুলো হাওয়া হাওয়া— কাঁচ কাঁচ নকশা। সুগন্ধি আতর, ঠান্ডা গরম ধারাস্নান ঝাঁঝরি— টগবগানো আইসক্রিম ফেনা। গলাতক্ ডুবে আছে গোলাপ পাঁপড়ি জলে। ক্যাপসুলগুলি আরো ক'জন সওয়ারি উগরে দিয়ে নীচে নেমে গেলে কার্পেট-করিডর নিঃস্বর! নি-স্বর।
অলিভ অন্ধকারে মোজার্টের সিম্ফনি
গলিপথ জুড়ে বেসাতি
লাফিং বুদ্ধা, ফেংশুই
এক ইয়ান=দশ রূপাইয়া
নো কার্ড, ক্যাশ প্লিজ-
শাংডনের মিনারে দুটি লাল পাখি
খোলা ভেঙে চিনেবাদাম চিবোয়-
কাঁচের মোজায়েকে
সিদ্ধার্থের কাফেলা
ঠান্ডা-গরম বাথটব
হট-কোল্ড আইসক্রিম
ওরা আইসক্রিম খায়নি কোনদিন
শুকনা পাতারা উড়ে যায়
কনকনে ঠান্ডা বাতাস
আম্রপালির চোখের কাজলে
সিদ্ধার্থের চোখ
মৃত শাবকের শরীর চাটে সারমেয় মা
এক মুঠো সর্ষে এনে দাও
মৃত্যুহীন দেশ থেকে
বোধিসত্ত্বের থির চোখ
সারমেয়-মার চোখে
শ্রীমতী শবদেহে কৃমি কীট সঙ্গমরত
মৃগনাভি কুরে খায় বল্মীক
কড়ি সাদা স্তনে মুখ রাখে লাল পিঁপড়ে
ঘুঙুর পরা এক গলিত মাংসের ডেলা
দুধ-ফেনা জল নিংড়ে পায়ে পায়ে
ডোর বেল
ক্যাপসুল মাটিতে পা ফেলে। বন্ধ দেয়াল উধাও। আলোকিত বেঙ্কোয়েট। কোকনদ বাগানে ছুপা ছুপি খেলে দুটি বর্ণময় প্রজাপতি
৩০.৭.২০১৬
এপিসোড— মহাস্থবির যতিচিহ্ন
বোধিদ্রুম থেকে সরে যায় ছায়ারা। রাজপুত্রের চীবর জুড়ে ঋতু-খেলা। শ্রান্ত বুদ্ধা কপালের ঘাম মোছেন গেরুয়া রুমালে। কাঁচগুঁড়ো হাসিতে যশোধরা।
"আর্যপুত্ত— সন্ন্যাসী আপনি? শ্রমণের কাফেলা থেকে কনভয়— জরা, ব্যাধি, মৃত্যুজয়ী ভদন্তের যোষিতাকে এত ভয়? ঘন চুল কেটে ভিক্ষুণী যশোধরা- রূপহীন কুশ্রী চীবর— এতোভয়?"
আত্ম-জিজ্ঞাসা আর্যপুত্ত—
লং-মার্চে পাহাড়ের চড়াই ভাঙচুর।
গানজাও পাহাড়ে চৈনিক বাতাসে খেলা করে গৈরিক চাদর।
বন্দুকের নল যদি শক্তির উৎস
তিতিক্ষা, মেডিটেশন, ক্ষমা- উৎস প্রেম।
প্রবজ্যার অহংকার যদি পুরুষ
ছায়া শরীর কোমলগান্ধার প্রকৃতি
সারিপুত্তের প্রদীপ স্তুপে প্রেমিক সিদ্ধার্থ
আকাশের উঠোন থেকে নদী আর পাহাড়ের মধুময় সঙ্গম
হা-হা নীলে দেশ পরদেশ গোলমেলে
লু-সুনের অক্ষর গল্প শোনায় ইথার তরঙ্গে
বনস্পতির মধুলেখায় আবহসঙ্গীত
পূর্ণ থেকে পূর্ণ বিযুক্ত হলে পূর্ণই
অবশিষ্ট।
থিরথির লাল আকাশ ক্র—ম—শ ঘন বেগুনি। আকাশ অনন্তে গাঢ় তমিস্রায় পাথার ভাঙে পথিক পাখি
উজল গ্রীবায় পিছলে যায় সম্পর্কের খিলান
সন্ধ্যার শেষ গন্ধ